#bengaltv24x7.com#Bengal TV24X7.Com#www.bengaltv24x7.com#রবীন্দ্র শিক্ষা নিকেতনে দুঃসাহসিক চুরি
কাজলা রবীন্দ্র শিক্ষা নিকেতনে দুঃসাহসিক চুরি অশোকনগরের কাজলা রবীন্দ্র শিক্ষা নিকেতনের দুঃসাহসিক চুরি । চারটি কম্পিউটার মিড ডে মিল এর গ্যাসের সিলিন্ডার বিভিন্ন বাসনপত্র দুটি সবুজ সাথী সরকারি সাইকেল সহ প্রায় দেড় লক্ষ টাকার চুরি। ঘটনার জেরে চাঞ্চল্য কাজলা এলাকায়। গতকাল রাত্রে গ্রিলের তালা ভেঙে ভেতরে ঢুকে একাধিক দরজা ভেঙে এবং তালা ভেঙে এই দুঃসাহসিক চুরি হয়েছে। সূত্রের খবর আজ ভোরে একদল যুবক স্কুলের মাঠে প্রাতভ্রমনে এসে দেখতে স্কুলের গেটের তালা ভাঙ্গা অবস্থায় পড়ে আছে তারা সাথে সাথে খবর দেয় স্কুলের কর্মরত শিক্ষকদের । পুলিশ এসে ঘটনা দেখে অনুমান প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে তারা চুরি করেছে। এমনকি শেষে আরো কয়েকটি কম্পিউটার এবং সাইকেল নিতে না পেরে স্কুলের পাশের জঙ্গলে ফেলে দিয়ে যায় তারা । ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শুভাশীষ ঘোষ ঘটনাস্থলে আসেন এবং অশোকনগর থানার পুলিশ তদন্তে নেমেছে। এরআগেও ২০১৪ সালে একবার বড় চুরি হয়। তারপরেও স্কুলে নেই নইট গার্ড। অভিযোগ বার বার আবেদন জানিয়েও নাইট গার্ড মেলেনি।
#bengaltv24x7.com#Bengal TV24X7.Com#www.bengaltv24x7.com#রবীন্দ্র শিক্ষা নিকেতনে দুঃসাহসিক চুরি www.bengaltv24x7.com bengaltv24x7@gmail.com Bengal TV24X7.Com 8777608251