# bengaltv24x7.com # কল্যানী জে এন এম হসপিটালে অমানবিক কান্ড# হসপিটালে ভর্তি দেড় বছর# অমানবিক

# bengaltv24x7.com # কল্যানী জে এন এম হসপিটালে অমানবিক কান্ড# হসপিটালে ভর্তি দেড় বছর# অমানবিক# বসিরহাটের সুরজিৎ বিশ্বাস এর সাথে হচ্ছে অমানবিক কান্ড# পরিবারের গাফিলতিতে দীর্ঘ দেড় বছর ধরে কল্যাণী জে এন এম হাসপাতালে ভর্তি এক রুগী! পরিবারের গাফিলতিতে দীর্ঘ দেড় বছর ধরে কল্যাণী জে এন এম হাসপাতালে ভর্তি এক রুগী!                                                                               
মলয় দে নদীয়া :-নাম সুরজিৎ বিশ্বাস। বাড়ি উত্তর 24 পরগনার বসিরহাটে। দীর্ঘ দেড় বছর ধরে পরে রয়েছেন নদিয়া কল্যাণী জে এন এম হাসপাতালের প্রতীক্ষালয়ে। চোখে দেখতে পান না, হাঁটতে পারেন না, দিনের শেষে আশেপাশের লোকজন যা দেয় তাকেই দিনগুজরান করছেন বৃদ্ধ সুরজিৎ বিশ্বাস। এই বিষয়ে সুরজিৎ বিশ্বাসের অভিযোগ, স্ত্রীর কারণে তার এই অবস্থা। দীর্ঘ দেড় বছর ধরে জে এন এম হাসপাতালের প্রতীক্ষালয়ে রয়েছেন তিনি। একবারের জন্য তার স্ত্রী তাকে নিতে আসেননি। তিনি আরো অভিযোগ করে বলেন, ছেলেমেয়েকে আসতে বাধা দিয়েছেন তার স্ত্রী। তিনি আরো বলেন,তিনি ব্যবসায়ী। সঠিক চিকিৎসা না হওয়ায় তার অবস্থা আজ বেহাল। বাড়ি যেতে চান কিন্তু নিয়ে যাবে কে?সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে রাতে ঘুম আসে না সুরজিৎ বিশ্বাসের। এ বিষয়ে হাসপাতালের স্থানীয় কর্মীরা বলেন দীর্ঘ দেড় বছর ধরে এই প্রতীক্ষালয় রয়েছেন তিনি। কেউ নিয়ে যায় না। দ্রুত তাকে বাড়ি ফেরার ব্যবস্থা করলে উপকৃত হবে সুরজিৎ বিশ্বাস। এমনটাই দাবি তাদের। বাড়ি ফেরা প্রবল ইচ্ছা রয়েছে সুরজিৎ বিশ্বাসের কিন্তু কে নিয়ে যাবে তাকে কিভাবে ফিরবেন বাড়ি সেই প্রশ্নের উত্তর খুজছেন বৃদ্ধ সুরজিৎ বিশ্বাস।

SHOW LESS