মানবিকতার আবার উদাহরণ রাখলেন বিধায়ক ও চেয়ারম্যান

বিধায়ক সুবোধ অধিকারী ও চেয়ারম্যান কমল অধিকারী কাঁচরাপাড়ার এক দরিদ্র পরিবারের পাশে থেকে দিল্লির এমস হসপিটাল সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব নিলেন

এবার কাঁচরাপাড়া আট নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাজু রবিদাস জুট মিলে কাজ করতে গিয়ে তার একটা হাত মেশিনে ঢুকে অকেজো হয়ে যায়। টাকার অভাবে চিকিৎসা করাতে না পারায় দীর্ঘদিন ধরে স্ত্রী ও বাচ্চাদের নিয়ে কি করবে চিন্তায় মধ্যে রয়েছিলেন। অবশেষে বিধায়ক সুবোধ অধিকারী ও কাঁচরাপাড়া চেয়ারম্যান কমল অধিকারী তৎপরতায় দিল্লির এইমস হসপিটালে সম্পূর্ণ চিকিৎসা দায়িত্ব করে পাঠানো হয় খুশি পরিবারের লোকজন ও রাজু রবিদাস এইভাবে বিধায়ক চেয়ারম্যান তাদের পাশে থেকেছেন।