বিস্ফোরক হরিণঘাটার বিজেপি অসীম সরকার , কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করলেন উদ্বাস্তু সম্মেলনে ।
সোমবার উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের হেলেঞ্চাতে একটি বেসরকারি লজে বাগদা উদ্বাস্তু সেলের পক্ষ থেকে একটি সম্মেলনের আয়োজন করা হয় । উপস্থিত ছিলেন বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক অশোক কির্তনিয়া , হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার , বনগাঁ জেলা বিজেপির প্রাক্তন সভাপতি রাম পদ দাস সহ অন্যান্য নেতৃত্ব । এদিন সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সি এ এ নিয়ে বলতে গিয়ে বিজেপি বিধায়ক অসীম সরকার বলেন গতকাল ঠাকুরনগরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রা টেনি র বক্তব্যের সমালোচনা করেন । তিনি বলেন গতকাল মন্ত্রী এসে ঠাকুরবাড়িতে বলেছেন ঠাকুর বাড়ি থেকে যে মতুয়া কার্ড দেওয়া হয়েছে সেটা নাগরিকত্বের প্রমাণ । সেটা হতে পারে না । হিন্দুত্বের প্রমাণপত্র হতে পারে । আরো বলেন শুনুন আমি রাজনীতি করতে এসে ভাওতা দিই না কখনো । তাতে রাজনীতি হোক বা না হোক । এরকম হলে মতুয়া কার্ড ১০০ টাকা থেকে ২০০ টাকা হয়ে যাবে বলেও দাবি করেন তিনি ।
পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন গতকাল অনেক মতুয়ারা আমাকে ফোন করেছে মতুয়া কার্ড থাকলেই নাগরিকত্বের প্রমাণপত্র হবে নাকি জানতে চাইছেন । এটা হতে পারে না। এমন হলে মতুয়া কার্ড নেওয়ার জন্য টেন্ডার হবে । ১০০ টাকা কেন ৫০০ টাকা দিয়ে মতুয়া কার্ড নেওয়ার জন্য হিড়িক পড়বে । যদি মন্ত্রী এমন বলে থাকেন তাহলে তিনি ভুল বলেছেন । মতুয়া কার্ড কখনোই নাগরিকত্বের প্রমাণপত্র হতে পারে না । তিনি হিন্দু কিনা সেটা প্রমাণ করা যেতে পারে ।