হুগলি জেলার চন্দননগরে বিশ্ব বিখ্যাত জগদ্ধাত্রী পুজো সমাপ্তি হল বৃহস্পতিবার । এদিন সকাল থেকেই মন্ডপে সিঁদুর খেলা, ঠাকুর বরণের পর বিশাল আকৃতির প্রতিমা ট্রলি ও বড় লরিতে তুলে সারিবদ্ধভাবে গঙ্গার ঘাটে বিসর্জন দেয়ওয়ার জন্য শোভাযাত্রা শুরু হয় । বিভিন্ন বারোয়ারি পুজো কমিটি তাঁদের প্রতিমা নিয়ে জগদ্ধাত্রী প্রতিমা নিয়ে পৌঁছে যান চন্দননগর রানী ঘাটে । বেশ কিছু জগদ্ধাত্রী প্রতিমাকে স্ট্যান্ড সংলগ্ন রাস্তায় দাঁড়িয়ে পড়তেও দেখা যায়। যাঁরা শোভাযাত্রায় অংশগ্রহণ করবেন না । তাঁরা সন্ধ্যা ছ’টার মধ্যে প্রশাসনের সহযোগিতায় প্রতিমা নিরঞ্জন সেরে ফেলবেন। সেইমতো যাঁরা শোভাযাত্রায় অংশগ্রহণ করবেন না তাঁরা দেবীকে বরণ করে সিঁদুর খেলে হাজির হন চন্দননগর রানী ঘাটে । এছাড়াও চন্দননগরের বেশ কয়েকটি ঘাটে জগদ্ধাত্রী প্রতিমার নিরঞ্জন চলছে । যাঁরা চন্দননগরের বিশ্ব বিখ্যাত আলোর খেলা বিশ্বের দরবারে তুলে ধরবেন তাঁরা সন্ধ্যার জন্য অপেক্ষা করে ছিলেন । সন্ধ্যা নামতেই রাস্তারলদু’ধারে অগনিত জনতার উপস্থিততে দু’বছর পর ফিরেছে ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী বিসর্জনের চিরচেনা ছবি ।