এম আর বাঙ্গুরে শুরু হয়ে গেল মা ক্যান্টিন পাঁচ টাকার বিনিময় রোগীর পরিবারের লোকেরা পাবে ডিম,ভাত, ডাল,সবজি। এই মা ক্যান্টিন উদ্বোধন করতে আসলেন অরূপ বিশ্বাস এবং এখানে এসে তিনি বলেন: প্রত্যেকটা হাসপাতালের মতো এখানেও মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় খোলা হলো মা ক্যান্টিন। প্রথম দিন ১০০ জন এবং পরবর্তীকালে ৩০০ জন করে আমাদের মা ক্যান্টিনে খেতে পারবেন লোকেরা। গোবিন্দ ভোগ চালে শুল্ক কমানো নিয়ে বলেন : এটা আগেই হওয়া উচিত ছিল এখানে আমরা যেগুলো তৈরি করি সেগুলোর উপর ট্যাক্স বসাবে জিএসটি দেবেনা। কিছু বললেই বলবে কেন্দ্র দিয়েছে।