#live#bengal#bengaltv24x7 গৃহবধূকে শ্বাস রোধ করে খুন করার অভিযোগ মৃতের স্বামীর বিরুদ্ধে।

গৃহবধূকে শ্বাস রোধ করে খুন করার অভিযোগ মৃতের স্বামীর বিরুদ্ধে।

পানিহাটি পৌরসভা র ১৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত সোদপুর সুভাষপল্লী অঞ্চলে লক্ষ্মী জানা নামের বছর 45’র গৃহবধূকে শ্বাস রোধ করে খুন করার অভিযোগ মৃতের স্বামীর বিরুদ্ধে। সাত মাস আগে এই অঞ্চলেই বাড়ি ভাড়া নিয়ে থাকতেন রাজা জানা ও তার স্ত্রী লক্ষী জানা। পরিবারের অন্য সদস্যরা থাকতেন অন্যত্র। মৃতের গৃহবধূ জানালেন আজ সকালেই খবর পায় সাংসারিক অশান্তির বেড়ে রাজা জানা তার স্ত্রী লক্ষ্যে জানাকে শ্বাসরোধ করে খুন করেছে। খড়দা থানার পুলিশ উদ্ধার করেছে মৃতদেহ পুলিশ সূত্রে জানা গেছে। অভিযুক্ত রাজা জানা আত্মসমর্পণ করেছে খড়দহ থানা।