#live#kunalghosh বড় দায়িত্ব পেলেন কুনাল ঘোষ

বড় দায়িত্ব পেলেন কুনাল ঘোষ

হলদিয়া পুরসভার নির্বাচন ও আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে পূর্ব মেদিনীপুর জেলার দায়িত্ব পেলেন কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ আল তিনি হলদিয়ায় আসেন এবং হলদিয়ায় স্থায়ীভাবে থাকার জন্য একটি ফ্লাট তাকে দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে। সেই ফ্লাটের আজ গৃহ প্রবেশ হল। তমলুকের বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সৌমেন মহাপাত্র সহ জেলার অধিকাংশ নেতৃত্ব উপস্থিত ছিলেন। হলদিয়া পৌরসভার মাখন বাবুর বাজারের কাছে এই ফ্ল্যাট নেওয়া হয়েছে। এবার থেকে এখানে থেকেই তিনি দলের কাজের পরিচালনা করবেন।