কল্যাণী এফসিআই গোডাউনে আবারো কর্মী বিক্ষোভ
মলয় দে নদীয়া:- গত কয়েক মাস ধরে বারবার কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছেন কল্যাণী এফসিআই গোডাউনে। মূলত এরা চাল, গম, চিনি লোডিং এবং আনলোডিং এর কাজ করে আসছেন। সর্বমোট 460 জন কর্মীকে কল্যাণী থেকে সিউড়িতে ট্রান্সফার করে দেওয়ার নির্দেশ দিয়েছেন বলে ম্যানেজমেন্ট এর তরফ থেকে জানা গেছে। এরই প্রতিবাদে তারা বিভিন্ন সময়ে কর্মী বিক্ষোভ করেছেন এবং কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। প্রায় তিন মাস বেতন বাকি ছিল যা হাইকোর্টের নির্দেশে তাদের মাইনে দেওয়া হয়েছে বলে জানান কর্মীরা। এই কর্মীদের স্থানান্তর করে নতুন কন্ট্রাকচুয়াল কর্মী ঢোকানোর চেষ্টা করছেন বলে কর্মীরা বারবার বিক্ষোভ দেখাচ্ছেন বলে জানা গেছে।
You tube :- bengaltv24x7.com https://youtube.com/channel/UCswnizfK… Facebook:- https://www.facebook.com/jagat.chakra… Page:- https://www.facebook.com/Bengal-TV24X… Website:- www.bengaltv24x7.com Mob:- 8777608251