কল্যাণীতে জগদ্ধাত্রী পুজো উদ্বোধনে মদন মিত্র
মলয় দে নদীয়া:- চলচ্চিত্র তারকা শ্রাবন্তী চট্টোপাধ্যায় বিজেপি ছাড়ার পর তথাগত রায়ের টুইট করাকে কটাক্ষ করেছেন কামারহাটির বিধায়ক ও তৃণমূল কংগ্রেস নেতা মদন মিত্র। নদীয়ার কল্যাণীর আদ্যা মন্দির ও মাতৃ মিশনের জয়দেবপুর শাখায় জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে এসে আজ তিনি বলেন, তথাগত রায় তাহলে স্বীকার করেছেন যে তাঁর ঘাড়ের উপরে ছিল শ্রাবন্তী, মদন মিত্রের ঘাড়ে নয়। শ্রাবন্তী ,পায়েল ও তনুশ্রীকে মনোনয়ন দিয়েছিল বিজেপি, তারপর তাঁদেরকে বলেছিল ওরা দলের কেউ নয়, তাহলে বুঝতে হবে তাঁরা অন্য কোন দলের প্রার্থীকে নিজেদের প্রার্থী বলে চালিয়ে দিচ্ছেন। বিজেপি দলটা এখন ফুটপাথের অচল সিকি।
You tube :- bengaltv24x7.com https://youtube.com/channel/UCswnizfK…
Facebook:- https://www.facebook.com/jagat.chakra…
Page:- https://www.facebook.com/Bengal-TV24X…
Website:- www.bengaltv24x7.com
Mob:- 8777608251