#উঁচু গাছের ডালে বসে আছে যুবক#bengaltv24x7.com#বেঙ্গল টিভি
বাগদা পাথুরিয়াতে সোমবার সকাল থেকে ৭০ ফুট উঁচু গাছের ডালে উঠে বসে আছে যুবক । পরিবার ও পুলিশ এর অনুরোধ নামছে না যুবক । গাছ থেকে ছেলেকে নামানোর বাবার আবেদন প্রশাসনের কাছে । উত্তর ২৪ পরগনা বাগদা পাথুরিয়াতে অমিতোষ হালদার নামে বছর ২৬ এর যুবক নেশা করত নেশা থেকে ছাড়াতে পরিবারের পক্ষ থেকে তাকে আগে একবার হোমে দিয়েছিল । আবার হোমে দেওয়ার জন্য পরিবার চেষ্টা চালাতেই বুঝতে পেরে গাছের মগডালে উঠে বসে অমিতোষ । বাড়ির পিছনে সিরিস গাছের মগডালে উঠে বসে । মুড়ি সহ খাদ্য সামগ্রী সঙ্গে নিয়ে উঠেছে সে । গাছের ডালের সঙ্গে নিজেকে গামছা দিয়ে বেঁধে রেখেছে সে । ৪৮ ঘন্টা কেটে গেল ও নামানো সম্ভব হয়নি গাছের ডাল থেকে । বাবা আনন্দ হালদারের দাবি ছেলেকে হবে পাঠাবে তা শুনেই ছেলে এই কাণ্ড ঘটিয়েছে । গাছের ডাল থেকে নামানোর জন্য প্রশাসনের কাছে ক্যামেরার সামনে আর্জি জানায় তিনি । অন্যদিকে অমিতোষ কে দেখতে গ্রামের লোক ভিড় জমাচ্ছে বাড়িতে । গাছের মগডাল থেকে অমিত জানাচ্ছে উপরে উঠেছে চারিদিকে দেখবার জন্য । নিচে নামার কথা বলতেই মুখ বন্ধ আমিতশের । বাবা-মায়ের আবেদন কর্ণপাত করছে না সে ।
#উঁচু গাছের ডালে বসে আছে যুবক
#bengaltv24x7.com
#বেঙ্গল টিভি
You tube :- bengaltv24x7.com https://youtube.com/channel/UCswnizfK…
Facebook:- https://www.facebook.com/jagat.chakra…
Page:- https://www.facebook.com/Bengal-TV24X…
Website:- www.bengaltv24x7.com
Mob:- 8777608251