ব্যান্ডেল পুলিশ ফাঁড়ি ঢিল ছোড়া দূরত্বে সোনার দোকানে দুঃসাহসিক চুরি হলো গতকাল রাতে। গতকাল রাতে প্রবল বৃষ্টি ও ঝড়ো হাওয়া বইছিল। এই সুবাদে ব্যান্ডেল অন্নপূর্ণা বাজারে একটি সোনার দোকানে প্রায় তিন কোটি টাকার উপর সোনার গয়না সহ নগদ ছয় লক্ষ টাকার মতন চুরি করে নিয়ে গেল চোরেরা। দোকানের পিছনের দেওয়াল কেটে চোরেরা ঢুকে। সোনার দোকানের মালিক সোনি নিষাদ জানান সকাল দশটা নাগাদ দোকান খুলে দোকানের ভিতরে গিয়ে দেখেন সোনার গহনা কিছু নেই। পাশের দোকানের ভিতর দিয়ে ঢুকে পিছনে দেয়াল কেটে ঢুকেছে এই চোরেরা। সোনি নিষাদ যিনি মালিক তিনি পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তিনি বলেন যেহেতু লকডাউন চলছে তাই বাইরে থেকে কেউ চুরি করতে আসবে না লোকাল চোরেরা এই কাজ করেছে তাই লোকাল লোকেদের তল্লাশি করে পুলিশ। তিনি এও বলেন পুলিশ যদি রাতে টহল ঠিক করতো তাহলে এই ঘটনা ঘটতো না। ব্যান্ডেল পুলিশ থানার অফিসার ইনচার্জ খবর পাওয়া মাত্রই ট্রেনে পুলিশ আধিকারিকদের দোকানে পাঠিয়েছেন এরপর আমরা জানতে পারি অফিসারের মুখ থেকে দোকানের সিসিটিভি থাকলেও সেই ক্যামেরা বন্ধ করা ছিল এমনি জানা গেল।
Website:- www.bengaltv24x7.com
Mob:- 8777608251