#অন্য ধরনের জন্মদিন#আরোহী ফাউন্ডেশন অফ ইন্ডিয়া#bengaltv24x7.com
অশোক ব্রহ্ম, প্রাক্তন ফুটবল খেলোয়ার :- ভয়াবহ করোনা পরিস্থিতি এবং লক ডাউনের সময় থেকে মানুষের পাশে সবসময়য় আরোহী ফাউন্ডেশন অব ইন্ডিয়া । এই মহামারিতে আরোহী ফাউন্ডেশন অব ইন্ডিয়ার কর্নধার বিপ্লব কমার সিনহা র পুত্র অরিন সিনহার জন্ম দিন উপলক্ষে গড়িয়া মাদার এন্ড চাইল্ড কেয়ার হোম এ আরোহী ফাউন্ডেশন অব ইন্ডিয়ার সদস্যরা । এই হোমে কলকাতা, হায়দরবদ, সহ ভারতবর্ষের বিভিন্ন কোনা সহ বাংলাদেশ, দুবাই, ক্যালিফর্নিয়া থেকে বশেষ ক্ষমতা সম্পন্ন ৪৪ জন শিশু বসবাস করে । তাদের মধ্যে কিছু শিশুর ADHD, MR, OCD- তে শিকার এই শিশুগুলো । তাদের কারোর বয়স ৫ আবার কারোর ৫২ বয়স । তারা প্রতিদিন লড়াই করছে তাদের জীবনের সাথে । এই শিশুদের সংস্থা চালাচ্ছেন ডক্টর মনোবিদ ও বিশেষজ্ঞ অভয় কেরেপ্লানি ও ভিবলন সাহানি। প্রতিবছর চিরাচরিত নিয়মে জন্মদিন পালন করললেও এই বছর লক ডাউনে অন্যভাবে জন্মদিন পালন করলেন আরোহী ফাউন্ডেশন অব ইন্ডিয়ার কর্নধার বিপ্লব কমার সিনহা । জন্মদিনে শিশুদের সাথে কেক কেটে জন্মদিনে পালন করেন পুত্র অরিন সিনহা । পাশাপাশি নতুন জামাকাপড় ও খাদ্য সামগ্রিক তুলে দেয় তার বয়সী ছোটো ছোটো শিশুদের হাতে । উপস্থিত ছিলেন আরোহী ফাউন্ডেশনের চেয়ারম্যান বিপ্লব কমার সিনহা, তানিয়া সিনহা ও পুত্ৰ অরিন সিনহা । আরোহী ফাউন্ডেশন অব ইন্ডিয়া বিভিন্ন প্রতিকুলতার মাঝেও সব সময় মানুষ মানুষের পাশে আছেন ।
You tube :– bengaltv24x7.com https://youtube.com/channel/UCswnizfK…
Facebook:- https://www.facebook.com/jagat.chakra…
Page:- https://www.facebook.com/Bengal-TV24X…
Website:- www.bengaltv24x7.com
Mob:- 8777608251