প্যাঙ্গোলিন ও প্যাঙ্গোলিনের আঁশ সহ গ্রেফতার ৩ গোপন সূত্রের খবরের ভিত্তিতে জলপাইগুড়ি জেলার গজোলডোবা এলাকায় অভিযান চালায় বৈকুন্ঠপুর বনবিভাগের সারুগাড়া রেঞ্জর রেঞ্জার দত্তের নেতত্বে বনকর্মীরা। এরপর সেখানে তিনজনকে আটক করে। এবং তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্যাঙ্গোলিন ও প্যাঙ্গোলিনের আঁশ। এরপর তিনজনকে গ্রেফতার করে নিয়ে আসে। ধৃতের নাম সুনিল ওরাও,মিজানুর রহমান ও আমজাদ হুসেন। সুনিল মালবাজার,মিজানুর আদাবাড়ি,আমজাদ লাটাগুড়ির বাসিন্দা। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে যে ধৃতদের কাছ থেকে একটি জীবন্ত প্যাঙ্গোলিন ও প্যাঙ্গোলিনের প্রচুর আঁশ উদ্ধার হয়েছে। এবং ধৃতরা পাচারের উদ্দেশ্যে নিয়ে আসছিল। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছেন বনদপ্তর। ধৃতের এদিন জলপাইগুড়ি আদালতে তোলা হবে। #bengaltv#bengal tv live#News Channel#প্যাঙ্গোলিন ও প্যাঙ্গোলিনের আঁশ #8777608251 #www.bengalwatch.com #bengalwatch24x7.com