নোনা জল ঢুকে পড়ল গ্রামে

বসিরহাট মহাকুমা এক নম্বর ব্লকের সংগ্রামপুর গ্রামে ইছামতির নদীর জল প্লাবিত হয়ে ভেসে গেল মাছের বাজার। বিভিন্ন দোকানে নদীর নোনা জল ঢুকে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তার সাথে সাথে এসপি অফিসের মধ্যে জল ঢুকে পড়ারপর সেই জল আরো প্লাবিত হয়ে গ্রামের মধ্যে ঢুকতে শুরু করলে আতঙ্কে গ্রামের মানুষজন রাস্তায় বেরিয়ে এসেছে। শুরু হয়েছে প্লাস্টিকের বস্তায় ভরে অস্থায়ী বাঁধের কাজ।                                                                                  #bengaltv#bengal tv live#News Channel#নোনা জল ঢুকে পড়ল গ্রামে#nona jol dhuke porlo grame #8777608251 #www.bengalwatch.com #bengalwatch24x7@gmail.com

SHOW LESS