মহিলাকে মারধর রুখতে দুই পাড়ার সংঘর্ষ। এলাকায় পুলিশ বাহিনী ও রাফ। আজ হাওড়ার শিবপুর থানার অধীনে বাগদী পাড়ায় দুই মহিলাকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ বাঁধে। পুলিশ সূত্রের খবর ।ওই মহিলাকে বিগত বেশ কয়েকদিন ধরে ফোনে অশালীন প্রস্তাব দিচ্ছিল কয়েকজন যুবক। আজ সে তার দিদিকে সমস্ত ঘটনা ক্ষুকে বলে। তার দিদি শালকিয়ার বাসিন্দা। ঘটনার কথা শুনে সে ওই যুবকদেরকে শিবপুর পুলিশ লাইনের সামনে আসতে বলে। সেখানে এসে উপস্থিত হয় তিন যুবক। রাকেশ গুপ্তা, বিকি ও আকাশ , সামনে পেয়ে ওই মহিলার দিদি তাদের থেকে জানতে চায় কেন তারা তার বোনকে এভাবে উত্যক্ত করছে। মহিলার চিৎকার শুনে আচমকাই উপস্থিত ওই তিন যুবক দুই মহিলাকে মারধর করতে শুরু করে। ঠিক সেই সময় ওই রাস্তা দিয়ে যাচ্ছিল । শিবপুর কাজীপাড়া দুই যুবক সে দুই মহিলাকে মার খেতে দেখে তাদের উদ্ধার করে। আর সেও ওই তিন যুবকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে।ওই 3 অভিযুক্ত যুবকের বাড়ি শিবপুর পুলিশ লাইনের পাশে বাগদী পাড়ায়। সেখানে খবর পৌঁছালে ওই পাড়ার অন্য ছেলেরা এসে ওই যুবককে মারধর করতে শুরু করে। এরপর কাজীপাড়ার বাসিন্দা ওই যুবকের বন্ধুরা খবর পেলে তারাও ঘটনাস্থলে এসে উপস্থিত হয়। এবং দুই পাড়ার মধ্যে সংঘর্ষ শুরু হয়। ওই সংঘর্ষে দুই পুলিশ কর্মীও আহত হয়। পরিস্থিতি সামাল দিতে হাওড়া পুলিশ কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী ও রাফ এসে উপস্থিত হয়। এখনো ওই এলাকায় চলছে পুলিশি টহল। ঘটনার সঙ্গে জড়িত কেউ এখনো অব্দি আটক হয়নি বলেই পুলিশ সূত্রের খবর। পুলিশি বন্দোবস্ত থাকা সত্ত্বেও এই ঘটনাকে কেন্দ্র করে চাপা উত্তেজনা রয়েছে।
#Bengal Tv 24×7.Com#মহিলাকে মারধর রুখতে দুই পাড়ার সংঘর্ষ# Mohila ke bachate dui parar songhoso#নজরে আপনিও