#bengaltv24x7.com#Avinabo martri dibos palon#অভিনব মাতৃ দিবস পালন#বেঙ্গল টিভি

#bengaltv24x7.com#Avinabo martri dibos palon#অভিনব মাতৃ দিবস পালন#বেঙ্গল টিভি
গতকালকের মাতৃ দিবস উপলক্ষে, নদীয়া নবদ্বীপের আজও অভিনব উদ্যোগ কর্মযোগী মহিলাদের জন্য     
মলয় দে নদীয়া :- গতকাল বিশ্ব মাতৃ দিবস উপলক্ষে আজ এক অভিনব উদ্যোগ নিতে দেখা গেলো নবদ্বীপ বড়বাজার ত্রিনাথ পুজো কমিটির সদস্যদের। সোমবার দুপুরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শহরে কর্মযোগী বিভিন্ন বয়সের মহিলাদের মাল্যদান করে মাতৃরুপে বন্দনা করার মধ্য দিয়ে তাদের হাতে নতুন বস্ত্র, মিষ্টি সহ বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হয় বড়বাজার ত্রিনাথ পূজা কমিটির সদস্য তথা বাজারের ব্যবসায়ীদের পক্ষ থেকে। এই দিনের এই অভিনব অনুষ্ঠানে যেইসব দরিদ্র অসহায় মহিলারা পরিচারিকার কাজ করে থাকেন বা ভিক্ষাবৃত্তি করে তাদের জীবন অতিবাহিত করেন অথবা শ্রমিকের কাজ করেন মূলত তাদেরকেই সম্মান প্রদান করা হয় বলে জানা গিয়েছে বাজার কমিটি সূত্রে।বাজার কমিটির সদস্যরা ছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবদ্বীপ পৌরসভার প্রাক্তন পুরো প্রধান বিমান কৃষ্ণ সাহা সহ অন্যান্য গুণী ব্যক্তি বর্গ গন। ত্রিনাথ পূজা কমিটির এই মহানুভব উদ্যোগের স্বাভাবিকভাবেই খুশি এলাকার সকল মানুষজন।     
 #bengaltv24x7.com#Avinabo martri dibos palon#অভিনব মাতৃ দিবস পালন#বেঙ্গল টিভি