গুলিবিদ্ধ হন বিজেপি কর্মী মিঠুন পাশওয়ান।।

নিজস্ব প্রতিনিধি :- গতকাল রাতে নৈহাটিতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ হন বিজেপি কর্মী মিঠুন পাশওয়ান বলে অভিযোগ । তাকে আশঙ্কাজনক অবস্থায় কল্যাণী জে এন এম এ ভর্তি করা হয়। এখনো পর্যন্ত পুলিশ অপরাধীদের গ্রেফতার করতে পারেনি। অবিলম্বে অপরাধীদের গ্রেপ্তার এর দাবিতে নৈহাটি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ফাল্গুনী পাত্রের নেতৃত্বে ঘোষপাড়া রোড এর উপর নৈহাটি রামকৃষ্ণ মোড়ে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিজেপি কর্মীরা।প্রায় এক ঘণ্টারও বেশি সময় এই অবরোধ চলা পর ঘটনাস্থলে নৈহাটি থানার পুলিশ এসে অপরাধীদের গ্রেপ্তার এর আশ্বাস দেওয়ায় অবরোধ ওঠে।

SHOW MORE