পাহাড়ে বিনয় তামাং গোষ্ঠীর প্রার্থীদের সমর্থন তামাং ইয়ুথ অ্যাসোসিয়েশনের।।

নিজস্ব প্রতিনিধি :- বিধানসভার নির্বাচনে পাহাড়ে বিনয় তামাং গোষ্ঠীর প্রার্থীদের সমর্থনের করার কথা জানালো তামাং ইয়ুথ অ্যাসোসিয়েশন। এদিন শিলিগুড়ি জার্নালিষ্ট ক্লাবে এক সাংবাদিক বৈঠকে করেন তামাং ইয়ুথ অ্যাসোসিয়েশনের সদস্য। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা বলেন। এর পাশাপাশি জানিয়েছ যে বিগত কয়েক বছররে পাহাড়ের উন্নয়নে বিনয়ের অবদান রয়েছে। আর জন্য বিমলের পরিবতে বিনয়কে সমর্থন করবে তারা। এবং তামাং ভাইদের সকলের কাছে আবেদন তামাং ইয়ুথ অ্যাসোসিয়েশন যা সিদ্ধান্ত নিয়েছে তা এই নির্বাচনে নিশ্চিন্তে সমর্থন করুন।