নিজস্ব প্রতিনিধি :- পথশিশুদের নিয়ে কলকাতায় এদিন দেওয়াল লিখন করলেন সুমন মিত্র। না তিনি কোন রাজনৈতিক নেতা নয়। তবে তিনি সমস্ত রাজনৈতিক নেতাদের কটাক্ষ করে দেয়াল লিখন করছেন এবং তাতে সঙ্গে নিয়েছেন সমস্ত পথ শিশুদের। তার মতে রাজনৈতিক নেতারা যে সমস্ত দেওয়াল লিখন করছে একে অপরকে বিদ্ধ করে এবং ভোটের সময় যে বিপুল পরিমাণ টাকা অর্থাৎ 60 হাজার কোটি টাকা খরচা করছে তা সাধারণ মানুষের ট্যাক্সের টাকা। কি জন্য এত টাকা খরচা করা হচ্ছে তা নিয়ে দিন তিনি প্রশ্ন তোলেন। পাশাপাশি তিনি জানিয়েছেন এত টাকা খরচা না করে যদি একটি অ্যাপের মাধ্যমে ভোট দেওয়া সম্ভব হতো তাহলে সেই কাজই করা উচিত। সাধারণ মানুষের পেটে বিদ্যে বুদ্ধি আছে তারা নিজেরাই চাকরি করে শিক্ষা অর্জন করে খেটে খেতে পারবে। তাই তাদের প্রলোভন দেখিয়ে কোন লাভ নেই ।যদি রাজনৈতিক নেতারা নিজেরা মানুষের জন্য কাজ করতে চান তাহলে সবাই একসাথে মিলেমিশে ধর্মের নামে বিভেদ সৃষ্টি না করে কাজ করতে পারেন। কিন্তু তারা তা না করে নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্যই এমন ধরনের কাজ করে থাকছে। তাই নিজের ক্ষোভ উগরে দেওয়ার জন্যই পথশিশুদের নিয়ে এই ধরনের দেয়াল লিখন করছেন এবং শিশুদের মধ্যে ক্ষোভ রয়েছে তা তিনি দেওয়াল লিখনের মাধ্যমে দিচ্ছেন। কলকাতার এদিন তিনি একটি দেয়াল লিখন উৎসব এই ভাবেই পালন করছেন।