মলয় দে নদীয়া :-জীবনের প্রথম গুরুত্বপূর্ণ পরীক্ষা মাধ্যমিক, আর তার প্রস্তুতি শুরু হয়ে যায় অষ্টম নবম শ্রেণী থেকেই! কিন্তু গত বছরে জাতীয় বিপর্যয় নেমে এসেছিলো জনজীবনে, করোনার ফলে লকডাউন এ ক্ষয়-ক্ষতি হয়েছে প্রায় সকলেরই। তবে অপূরণীয় ঘাটতির ক্ষতির হাত থেকে ছাত্রসমাজকে কিছুটা হলেও বাঁচিয়েছে টিউটোপিয়া অ্যাপস! অন্যদিকে হাইটেক অ্যানিমেশন এর কাজ করা বাই জুস লার্নিং অ্যাপ, বিভিন্ন কার্টুন ভিডিও তৈরি করার জন্য একটা বিরাট অংশের কর্মী ছাঁটাইয়ের সম্ভাবনার থেকে, বাঁচালেন তাই নয় বরং ওই পরিস্থিতির মধ্যেও আরো বেশকিছু কর্মসংস্থান তৈরি করলেন তিনি! সম্পূর্ণ মানবিক তাগিদে পরিশ্রম করা সেই মহান মানুষটির নাম সুব্রত রায় যিনি টিউপরিয়া প্রাইভেট লিমিটেডের ডাইরেক্টর। তবে এ বিষয়ে তাকে সহযোগিতা করেছেন গৌরব দুগার এবং অনুরাগ চিরিমার সহ বেশ কিছু অভিজ্ঞ শিক্ষাবিদ এবং শিক্ষার সঙ্গে যুক্ত শিক্ষক-শিক্ষিকাগণ। গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা এই অ্যাপসে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত অষ্টম নবম দশম একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সিলেবাসের সমস্ত বিষয়, লাইভ ক্লাস, ভিডিও রেকর্ডিং ক্লাস এবং বিভিন্ন প্রশ্ন উত্তরপর্বর প্রাথমিক বিষয়টি সম্পূর্ন অবৈতনিক। তবে কিশোর কিশোরীর কৌতুহলী মন এর পরিপূরক অত্যাধুনিক এই শিক্ষাব্যবস্থা নিয়মিত পেতে , মাসে মাত্র আড়াইশো টাকা সাবস্ক্রিপশন চার্জ লাগে। তবে 2021 সালের মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য সম্পূর্ণ বিনামূল্যে, এমনকি একটি হেল্পলাইন নাম্বারে পড়াশোনা সংক্রান্ত নানা প্রশ্নের উত্তর পাওয়ার বিধিব্যবস্থা ও সম্পূর্ণ বিনামূল্যে। তবে এই সকল ব্যবস্থা নতুন কিছু নয়,ইংরেজি মাধ্যমের বেসরকারি বিদ্যালয় গুলির ক্ষেত্রে, কিন্তু বাংলা মাধ্যমে এধরনের প্রয়াস খুব কম দেখা যায়। তথ্যপ্রযুক্তির যুগে অনেক পরিবারেই, এন্ড্রয়েড মোবাইল থাকে, তা হয়তো কিশোর-কিশোরীরা ব্যবহারও করে তবে, বেশিরভাগ ক্ষেত্রেই গেম বা বিনোদনমূলক কিছু দেখে। কিন্তু সাধারণ মধ্যবিত্ত পরিবারের সন্তানদের জন্য আলাদা আলাদা বিষয়ে প্রাইভেট টিউটর রাখার সামর্থ্য হয় না, কিন্তু এক্ষেত্রে মাসে মাত্র আড়াইশো টাকার বিনিময়ে সে পেতে পারে সব রকম সহায়তা। গত 11 ই মার্চ ব্র্যান্ড ও বেরোতে আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছিলো, এবং অত্যন্ত জনপ্রিয় একটি টিভি চ্যানেলে সম্প্রচার করাও হয়েছিলো। আজ এই অ্যাপস এর অষ্টম এবং নবম শ্রেণীর নিয়মিত পাঠ দান বিষয়টি চালু হলো।