ওষুধের ব্যবসার নাম করে রমরমা চলত আগ্নেয়াস্ত্রের কারবার…….

মলয় দে নদীয়া :-বাড়ি ভাড়া নিয়ে আয়ুর্বেদিক ঔষধ কারবার চালানোর নাম করে অস্ত্র কারবার ।নদীয়া চাকদহ থানা সেবা গ্রামে 7 মাস আগে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর বাড়িতে বাড়ি ভাড়া নাই এক ব্যক্তি। তিনি আয়ুর্বেদিক ঔষধের ব্যবসা করেন বলে বাড়ির মালিককে জানান। কিন্তু ওই ভাড়াবাড়ির মালিক বেশ কিছুদিন ধরে অচেনা যুবকদের আনাগোনা লক্ষ করতে পারেন। গতকাল তার বাড়ির সামনে একটি ব্যাগ দেখে বাড়ি মালিকের সন্দেহ হয়।ওই ব্যাগটি খুলে দেখেন ব্যাগের মধ্যে ভর্তি রয়েছে আগ্নেয়াস্ত্র। এরপরই চাকদাহ থানায় খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করে। তার পাশাপাশি ঘটনাস্থল থেকে সোমনাথ মজুমদার নামে এক অভিযুক্তকে গ্রেফতার করে। বাকিরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। অভিযুক্ত সোমনাথ মজুমদারকে আজ কল্যাণী মহাকুমার আদালতে তোলা হয়। এর পাশাপাশি এই ঘটনার সাথে রাজনৈতিক কোনো সম্পর্ক আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।