নিজস্ব প্রতিনিধি :- বর্তমান সমাজে মানুষ নিজের সততা মানবিকতা হারিয়ে ফেলেছে এই তত্ত্ব কে ভূল প্রমানিত করে এখনো যে মানুষের মধ্যে সততা মানবিকতা রয়েছে নিজের সততার মাধ্যমে সমাজে এক দৃষ্টান্ত স্থাপন করলো কাঁকিনাড়া কাঁটাডাঙ্গা এলাকার যুবক গৌরব খাঁ।আধার কার্ড এটিএম কার্ড সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজ কিছু টাকা ভর্তি এ মানিব্যাগ কুড়িয়ে পেয়ে তার মধ্যে থাকা ফোন নম্বর থেকে মানিব্যাগ এর মালিক কে ফোন করে ডেকে সমস্ত কিছু ফেরত দিলো গৌরব। গৌরবের এই সততায় গৌরবে এলাকার মানুষের মাথা উঁচু হলো মনে করছে এলাকার মানুষজন।