আন্তর্জতিক পশুপাচার কাণ্ডে এবার ইডি হানা হাওড়ায়। ২০১৯ সালের জুন মাসে বেলঘরিয়া এক্সপ্রেস ওয়ের উপর থেকে একটি স্করপিয় গাড়ি থেকে সিংহের বাচ্চা এবং বেশ কিছু ভারতীয় প্রজাতির প্রাণী উদ্ধার করে ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল বিউরো। সেই ঘটনায় মূল অভিযুক্ত ওয়াসিম এবং ওয়াজিদকে গ্রেফতার করা হলেও গ্রেফতারের পর দিনই জামিনে মুক্তি পায় দুজনই। ওয়াইল্ড লাইফের এই ঘটনায় তদন্ত শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি সূত্রে খবর, তদন্তে উঠে আসে হাওয়ার বেরুলিয়া অঞ্চলের বাসিন্দা ওয়াশিম এবং ওয়াজিদ আন্তর্জাতিক পশুপাচারের সঙ্গে জড়িত। দেশীয় পশু বিদেশে চড়া দামে বিক্রি করতো বলেও সূত্রের খবর। সেই তদন্তেই আজ হাওড়ায় অভিযুক্তের বাড়িতে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এর ৪টি দল। সকাল থেকেই তাদের বাড়িতে তল্লাশি চালাচ্ছে ইডি। তবে দুই অভিযুক্ত বাড়িতে নেই বলেই সূত্রের খবর।