বুধবার বামফ্রন্ট প্রার্থী তালিকা প্রকাশ করতেই বারাসাতের বামফ্রন্ট প্রার্থী ফরোয়ার্ড ব্লকের সঞ্জীব চট্টোপাধ্যায় কার্যত মানুষের ভাবনা আরো গভীর ভাবে বুঝতে চেয়ে এবং জনসংযোগ বাড়াতে বৃহস্পতিবার সাত সকালে বেরিয়ে পড়লেন বারাসাত শহরে নিজের এলাকায় ।তৃণমূলে ক্ষুব্ধ মানুষ সাড়া দিচ্ছে, দাবী বাম প্রার্থীর ।এদিন সরাসরি প্রচারের মোড়কে ভোটারদের কাছে না গেলেও সাধারণ মানুষের প্রতিক্রিয়ায় জয়ের বিষয়ে আশাবাদী সঞ্জীব চট্টোপাধ্যায়। তিনি জানালেন,একাধিক নির্বাচনী ইস্যু এবার প্রচারে রাখলেও কর্মসংস্থান ও আইন শৃঙ্খলা তথা নারী নিরাপত্তাকে সামনে রাখছেন । তিনি মনে করেন লোকসভা ভোটের সাথে বিধানসভা ভোটের ফলে তারতম্য ঘটে থাকে এবং তৃণমূলের দশ বছরে বারাসাতের সার্বিক অনুন্নয়ন ও বাম শাসনের চৌত্রিশ বছরে উন্নয়ন এগিয়ে রাখছে তাঁকে । দুবারের বিজয়ী তৃণমূল প্রার্থী চিরঞ্জিত যতই গলা ফাটান হ্যাটট্রিকের আশায়- ভোটের ফল প্রকাশ হওয়ার দিনই বারাসাত বিধানসভা কেন্দ্রের দশ বছর ধরে উন্নয়নে বঞ্চিত থাকা ভোটারদের উত্তর তিনি পেয়ে যাবেন, দাবী বাম প্রার্থী সঞ্জীব চট্টোপাধ্যায়ের ।।