মলয় দে নদীয়া:- পরিসংখ্যানে দেখা গেছে এখনও দেশ থেকে করোনার মত মারনব্যাধি দূর হয় নি।তবে তা রুখতে ভ্যাকসিনের কাজ চলছে।এবার অজানা রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে বেশ কিছু গবাদি পশু।নদিয়ার ভীমপুর থানার জুগনিদহ গ্রামে।স্থানীয় সুত্রে জানাগেছে ওই গ্রামে অনেকের গরু বাছুর মারা যাচ্ছে। কারন ওই গ্রামে বাসিন্দারা তাদের গরুর পায়ে ছোপ ছোপ দাগ।এরপর গরুর মালিকেরা তারা স্থানীয় এক পশু চিকিৎসককে এনে চিকিৎসা করান। অভিযোগ ওই পশু চিকিৎসকের ঔষুধে কোন কাজ না হয়ে ইতিমধ্যে অনেকের গরু মারা গেছে।ফলে গত কয়েকদিন ধরে গরুর এই অজানা রোগে আতংকিত এলাকার মানুষজন।বরুন চক্রবর্তী নামে এক গরু মালিক জানান বেশ কিছু ধরে লক্ষ্য করছি আমাদের জুগ্নিদহ গ্রামে সকলের গরু অজানা রোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরন করছে।গরুর পিছনে চিকিৎসা করাতে গিয়ে অনেকের চার থেকে পাচ হাজার টাকা নস্ট হয়ে গিয়েছে।তাতে কাজের কাজ কিছুই হয়নি।আমরা স্থানীয় বাসিন্দারা সরকারী পশু চিকিৎসা কেন্দ্রে লিখিতভাবে জানিয়েছি।শুক্রবার সকাল থেকে ওই গ্রামে আরো ৪ টি গরু মারা গেছে।কি কারনে এই মৃত্যু ধোয়াসায় গ্রামের মানুষজন।