শাসক দলের ফ্লেক্স ছেড়ার অভিযোগ।।

নিজস্ব প্রতিনিধি :- নিমতায় বিজেপি কর্মীর হামলার পর এবার শাসক দলের ফ্লেক্স ছেড়ার অভিযোগ। আরও অভিযোগ, তৃণমূলের চুনকাম দেওয়ালে পানের পিক ও কালি মাখিয়ে দেয় বিজেপি কর্মীরা। তৃণমূলের দাবি, গতকাল রাতে বিজেপির কিছু কর্মীরা উত্তর দমদম পুরসভার 3 নং ওয়ার্ডের উত্তর সপ্তগ্রামে তাদের দলীয় কার্যালয়ের বাইরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্লেক্স ছিঁড়ে দিয়ে চলে যায়। শুধু তাই নয়, এলাকায় তাদের বিভিন্ন চুনকাম করা দেওয়ালে পানের পিক ও কালি মাখিয়ে দেওয়া। এর প্রতিবাদে আজ বিকেলে তারা একটি পথসভাও করছে।