বীরভূমে শুরু হয়ে গেলো কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ।।

নিজস্ব প্রতিনিধি :- ভোট ঘোষনার আগেই কেষ্ট গড় বীরভূমে শুরু হয়ে গেলো কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ। আজ সদাইপুর থানার সাহাপুর সিলারপুর কুইঠা সহ একাধিক গ্রামে এদিন রুটমার্চ করেন ৪৫ জওয়ান। ভোটের আগে সাধারণ মানুষের মনবল চাঙ্গা করতেই টহল শুরু হলো। প্রসঙ্গত গতকালই বীরভূমে এসে পৌঁছায় এক কোম্পানী কেন্দ্রীয় জওয়ান। সদাইপুর থানার সাহাপুর পঞ্চায়েত উপদ্রুত এলাকা বলেই পরিচিত। সাহাপুরে মাস কয়েক আগে বোমাবাজির ঘটনা ঘটে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসে৷ এদিন কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ এলাকাবাসীর সাহস যোগাবে বলেই মত সকলের।