।। একই পরিবারের 3 জন আত্মহত্যা করল।।

নিজস্ব প্রতিনিধি : কলকাতা :- ঠাকুরপুকুর পাত্র পাড়া একই পরিবারের 3 জন আত্মহত্যা করল. আজ সকালবেলা প্রতিবেশীরা ডাকতে গেলে দেখে বাবা মা এবং ছেলে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে. পরিবারের সদস্যদের নাম চন্দ্র ব্রত মন্ডল বয়স 56 মায়া রানী মন্ডল বয়স 48 সুপ্রিয়া মণ্ডল ছেলে 22. আজকের সকালবেলা প্রতিবেশীরা ডাকতে গেলে একই ঘরের মধ্যে দেখতে পারে বাবা-মা পাখায় এবং মধ্যিখানের পিলারের ছেলে ঝুলন্ত অবস্থায় রয়েছে. খবর দেওয়া হয় ঠাকুর ঠাকুরপুকুর থানায়.বডি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে. পুলিশ তদন্ত করছে, প্রাথমিক অনুমান ও প্রতিবেশী সূত্রের খবর অনেক জায়গা থেকে ধার দেনা রয়েছে সেই কারণেই আত্মহত্যা.