।। বুধ ভিত্তিক কর্মীসভায় এগিয়ে অনুব্রত মণ্ডল।।

দিব্যেন্দু গোস্বামী:- বীরভূম:- গত কয়েকদিন আগেই বীরভূমের তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো অনুব্রত মণ্ডল তিনি জনসভা করছেন কর্মীসভা করছেন বুধ ভিত্তিক কর্মী সভা আয়োজন করা হয়েছে। তার নেতৃত্বে প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা জায়গায় যতটা পারা যায় সেখানে কর্মীদেরকে পাঠানো হচ্ছে। অভাব অভিযোগ শোনার জন্য। তিনি ছুটে যাচ্ছেন ভোটারদের কাছে ।সময় যত গড়াচ্ছে বিধানসভা নির্বাচনে ততো তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে মানুষের সঙ্গে মেশার পরামর্শ দিচ্ছেন তিনি ।তিনি বারবার কর্মীসভায় জানিয়েছেন আগে কর্মী তারপর দল। তারপর নেতা ।অতএব কর্মীরা যদি সঠিকভাবে নিজের দায়িত্ব পালন করেন তাহলে আমরা এই ভোটে বিপুল আসনে জয়লাভ করবো। তৃণমূল কংগ্রেস তাই তিনি সব আসনের কথা না বলে বেশ কয়েকটি আসনে কথা তিনি ঘোষণা করেছেন যার মধ্যে নানুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী ছিলেন গদাধর হাজরা তিনি পরবর্তীকালে বিজেপিতে জয়েন করার জন্য তার জায়গায় ভোটে দাঁড়াতে পারেন বিধান চন্দ্র মাঝি। অনুব্রত মণ্ডল জানিয়েছেন আপনাদের এখানে বিধানচন্দ্র আছে যিনি সবসময় মানুষের কাছে যান মানুষের সঙ্গে কথাবার্তা বলেন ।তাই আমার মনে হয় এখানকার যোগ্যপ্রার্থী তিনি ।পরবর্তী ক্ষেত্রে যারা প্রার্থী হিসাবে প্রতিনিধিত্ব করবে। যারা দলের হয়ে লড়াই করবে তাদের জন্য তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্জি জানাবেন ।তবে সর্বশেষে মমতা বন্দ্যোপাধ্যায়। উনি প্রার্থী তালিকা তৈরি করবেন। এবং প্রার্থী তালিকা কে আমাদের সমস্ত কর্মী ব্লক স্তরের কর্মী কর্মী সবাইকে সাপোর্ট করতে হবে। পরিবর্তন যাত্রা বিজেপিকে বিঁধেছেন অনুব্রত মণ্ডল এই রথযাত্রা প্রসঙ্গে সাংবাদিক প্রশ্নের উত্তরে তিনি জানান সেদিন সবাই নাচবে আমি দেখব আমি যখন খেলা শুরু করব তখন ওরা দেখবে ।আমার খেলা দেখে নাচবে।