নিজস্ব প্রতিনিধি , কলকাতা :- ফ্যাসিস্ত আরএসএস- বিজেপির বিরুদ্ধে বাংলায় দক্ষিণ শহরতলী বিভিন্ন নাগরিক সংগঠনের উদ্যোগে বেহালা 14 নম্বরে এক পথসভা অনুষ্ঠিত হলো। বিজেপির বিরুদ্ধে ছাত্র-যুব লেখক শিল্পীরা পথে নামলেন এবার বিজেপি তথা আরএসএস-এর বিরুদ্ধে পথে নামল দক্ষিণ শহরতলী বিভিন্ন নাগরিক সংগঠন, ছাত্র-যুব লেখক-শিল্পী সংগঠকরা। আজ বেহালার 14 নম্বরে বিভিন্ন নাগরিক সংগঠন, ছাত্র-যুব লেখক শিল্পী সমন্বয়ে বিজেপির বিরুদ্ধে এই পথসভা হয়। এই মঞ্চের মূল স্লোগান নো ভোট টু বিজেপি। কারণ হিসেবে উদ্যোক্তারা জানালেন, বিজেপি একটি সাম্প্রদায়িক দল যারা বাংলা ও বাঙালির সংস্কৃতি বোঝেনা, বোঝেনা সংবিধান, মানুষের দুঃখ কষ্ট ও বোঝে না। শুধুই পুঁজিপতির দালালি করে তাই, 2021শে বিধানসভা ভোটে বিজেপিকে ভোট না দেওয়ার জন্য আবেদন রাখেন সাধারণ মানুষের কাছে।