রেল অবরোধ, জামালপুর ব্লকের জৌগ্রাম রেলস্টেশনে।।

কল্যাণ দত্ত : বর্ধমান :- পূর্ব বর্ধমান জেলার, জামালপুর ব্লকের জৌগ্রাম রেলস্টেশন অবরোধে সামিল হয় আদিবাসী সম্প্রদায়ের মানুষজনেরা । জানা যায় মূলত ‘সারনা’ ধর্ম লাভ করার দাবিতে রেলস্টেশন অবরোধে অংশ নেয় আদিবাসী সম্প্রদায়ের মানুষজনেরা । বিভিন্ন দাবি-দাওয়াকে সামনে রেখে তারা রেল লাইনের উপর বসে অবরোধ করে। দক্ষিণ পূর্ব রেল শাখার জোগ্রাম রেলস্টেশনে দীর্ঘক্ষন অবরোধ করে রাখার পাশাপাশি বিভিন্ন দাবি-দাওয়ার ভিত্তি অনুযায়ী বিক্ষোভ দেখাতে থাকে তারা। পুলিশের পক্ষ থেকে বাধা দেওয়া হলে পুলিশ-এর সাথে সাময়িক বচসায় জড়িয়ে পড়ে অবরোধকারীরা। পরে রেল পুলিশ ও পুলিশের মধ্যস্থতায় অবরোধ তুলে নেয় ‘আদিবাসী সিঙ্গেল অভিযান সংগঠন’। জামালপুরের জৌগ্রাম বাজার থেকে জোগ্রাম রেলস্টেশন পর্যন্ত মিছিলও করে উক্ত সংগঠনের মানুষজন।