নিজস্ব প্রতিনিধি : আজ সিউড়ি 1 নম্বর ব্লকের অন্তর্গত করিধ্যা অঞ্চলের। বিজেপি বি মন্ডলের পক্ষ থেকে স্বেচ্ছায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। যেখানে এদিন করিধ্যা অঞ্চলের বিজেপি নেতা কালোসোনা মন্ডলকে ফিতে কেটে এই রক্তদান শিবিরের আয়োজন করেন। যেখানে 100 থেকে 200 জন এই সেচ্ছায় রক্তদান শিবিরে রক্ত দান করেন।