নিজস্ব প্রতিনিধি : ফের একবার বড়সড় সাফল্য ফেল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানার পুলিশ। গোপন সূত্রে খবরের ভিত্তিতে খাপড়াইল মোড় এলাকায় অভিযান চালায় মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ। এরপর সেখানে দুজনকে আটক করে। এবং তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ব্রাউন। এরপর দুজনকে থানায় নিয়ে যায় পুলিশ। ধৃতদের নাম ধৃতদের নাম ইসমাইল হক(৩৮) মহম্মদ কৌসর(২২)। ইসমাইল কালিয়াচক মালদা ও কৌশর মাটিগাড়া বিশ্বাস কলোনি এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে ধৃতদের কাছ থেকে প্রায় চারলক্ষ টাকা ও ৯৫০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। এবং উদ্ধার হাওয়া মাদক মালদা থেকে এই মাদক শিলিগুড়িতে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসছিল। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছেন পুলিশ। ধৃতদের এদিন শিলিগুড়ি আদালতে তোলা হয়। তদন্তে স্বার্থে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানাবেন আদালতে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।