কল্যাণ দত্ত : পূর্ব বর্ধমান :- পদ্মশ্রী সম্মান পেলেন সুদীপ্ত চট্টোপাধ্যায় ওরফে সদাই ফকির পাঠশালার জনক। পূর্ব বর্ধমান জেলার আউসগ্রাম- এর একটি বিখ্যাত পাঠশালার মাস্টারমশাই তিনি । মাস্টারমশাই তাঁর পাঠশালার নামকরণ করেন সদাই ফকিরের পাঠশালা নামে । সুজিত মাস্টারমশাইয়ের বয়স আনুমানিক ৭৬ বছর। সদাই ফকির পাঠশালা প্রতিস্থাপক- এর নাম সুজিত চট্টোপাধ্যায়। ২০০৪ সালে তিনি স্কুলে শিক্ষকতা থেকে অবসর নিয়ে পরেও শিক্ষা দান থেকে বিরত থাকেন নি আউসগ্রাম- এর পদ্মশ্রী প্রাপ্ত শিক্ষক সুজিত চট্টোপাধ্যায়। পূর্ব বর্ধমান জেলার আউসগ্রাম- এর উত্তর রামনগর- এর বাসিন্দা তিনি। অবসর সময়ে শিক্ষাদানে যুক্ত থাকতে নিজের বাড়িতেই খোলেন পাঠশালা, উক্ত পাঠশালা স্থানীয় এলাকাবাসীর কাছে “সদাই ফকিরের” পাঠশালায় নামে পরিচিত। বাৎসরিক মাত্র ২ টাকার বিনিময়ে শিক্ষা গ্রহণ করেন আগত ছাত্রছাত্রীরা। গত সোমবার রাতে দিল্লি থেকে ফোন আসার পরে সুজিত চট্টোপাধ্যায় জানতে পারেন যে তিনি ‘পদ্মশ্রী’ খেতাব সম্মানে ভূষিত হতে চলেছেন। সদাই ফকিরের এই সম্মানে উচ্ছ্বসিত এলাকাসহ পাশাপাশি অবস্থিত গ্রামবাসীরাও । জানা যায় প্রায় কুড়ি থেকে বাইশ কিলোমিটার দূর থেকে পড়তে আসে ছাত্রছাত্রীরা। পদ্মশ্রী সম্মানে ভূষিত হতে পেরে নির্বাচকদের ধন্যবাদ জ্ঞাপন করেন, সদাই ফকিরের প্রতিষ্ঠাতা সুজিত চট্টোপাধ্যায়। সদাই প্রক্রিয়ার জনক শুধু চট্টোপাধ্যায় জানান, “দুঃস্থ মানুষদের পাশে থাকার চেষ্টা করেছি মাত্র,পুরস্কার পাবো ভাবিনি”। একটি কলেজের জন্য আবেদন করেন সদাই ফকির পাঠশালার জনক সুজিত চট্টোপাধ্যায়।