।। এটিএম লুঠেরা গ্রেফতার শিলিগুড়িতে।।

নিজস্ব প্রতিনিধি : শিলিগুড়ি : এটিএম লুঠের সাথে জড়িত থাকায় দুজনকে গ্রেপ্তার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।বৃহস্পতিবার শিলিগুড়ি পুলিশ কমিশনার ডি পি সিং সাংবাদিক বৈঠক করে বলেন যে গত ১২জানুয়ারি,১৮ জানুয়ারি এবং ২৪ ও ২৫ তারিখ রাতে বিভিন্ন রাষ্টয়াত্ব ব্যাঙ্কের এটিএম ভাঙ্গার অভিযোগ আসে। এবং সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে দুজনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের নাম ধৃত প্রবীন কুমার ও রাহুল কুমার। এবং ধৃত প্রবীন কুমার ভারতীয় সেনার জাঠ রেজিমেন্টে কর্মরত ছিল। সে এটিএম লুঠের জন্য রাহুল কুমার নামে এক স্থানীয়কে তার সাথে নেয়। ধৃতদের কাছ থেকে নগদ এক লক্ষটাকা,এটিএম ও ব্যাঙ্ক লুটের জন্য ব্যবহৃত বেশকিছু সরঞ্জাম উদ্ধার হয়েছে। এবং প্রবীন কুমার সম্প্রতি গুরগাও এ এটিএম লুঠের চেষ্টায় গ্রেফতার হয়েছিল। বিষয়টি সেনা আধিকারিকদেরও জানানো হয়েছে।