দুঃসাহসিক চুরি একটি অভিজাত মোবাইলের দোকানে।।

নিজস্ব প্রতিনিধি : হাবড়া :- হাবড়া নগরুখরা মোড়ের কাছে বিচালিহাটে বাঁশের মই বানিয়ে দেয়াল কেটে দুঃসাহসিক চুরি একটি অভিজাত মোবাইলের দোকানে। মোবাইল এবং ল্যাপটপ মিলিয়ে 5 লক্ষাধিক টাকার জিনিস খোয়া গিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। হাবরা নগরউখরা মোড়ের কাছে আরতি ইলেকট্রনিক্স এই দোকানে বিভিন্ন নামিদামি কোম্পানির মোবাইল এবং ল্যাপটপ বিক্রি হয়। মাসখানেক আগেই বনগাঁ পাশাপাশি হাবড়ায় বিশাল শো রুম উদ্বোধন হয়। গতকাল রাতে বাঁশ দিয়ে মই বানিয়ে দেয়াল কেটে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য। ঘটনাস্থলে রয়েছে হাবড়া থানার পুলিশ। চুরির তদন্ত করে দেখা হচ্ছে। তবে হাবরা বাজারে যশোর রোডের ধারে এইভাবে দেয়াল কেটে ভয়াবহ চুরির ঘটনায় আতঙ্কিত স্থানীয় ব্যবসায়ীরা। পুলিশের পেট্রোল করা নিয়েও প্রশ্ন তুলেছেন বাসিন্দারা।