।। পূর্ব বর্ধমান জেলার, খণ্ডঘোষে শুরু হলো করোনা ভ্যাকসিন দেওয়ার কাজ ।।

কল্যাণ দত্ত , বর্ধমান : দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে খণ্ডঘোষ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এসে পৌঁছেছে করোনার ভ্যাকসিন। আজ সকাল থেকেই খন্ডঘোষ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে করোনা ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হয়েছে এবং স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা যায় প্রথম পর্যায়ে করোনার ভ্যাকসিন দেওয়া হবে, যারা প্রথম সারির করোনা যোদ্ধা,তার মধ্যে থেকে যারা স্বাস্থ্য কর্মী তাদের আজ প্রথম করোনা ভ্যাকসিন দেওয়া হচ্ছে এবং স্বাস্থ্য দপ্তরের গাইডলাইন মেনে এই ভ্যাকসিন দেওয়ার কাজ চলছে। আজ প্রথম পর্যায়ে যাদেরকে করোনার ভ্যাকসিন দেওয়া হচ্ছে পরবর্তীতে তাদেরকে আরও একটি করোনা ভ্যাকসিনের ডোজ দেওয়া হবে। একটি ব্যক্তি মোট দুটি করে করোনা ভ্যাকসিনের ডোজ পাবেন। এদিন খণ্ডঘোষ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের করোনা ভ্যাকসিন দেওয়ার শিবিরে উপস্থিত ছিলেন, খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীনচন্দ্র বাগ, খন্ডঘোষ গ্রাম পঞ্চায়েতের প্রধান হারু সাঁতরা সহ স্বাস্থ্য দপ্তরের আধিকারিক এবং অন্যান্য জনপ্রতিনিধি ও স্বাস্থ্যকর্মীরা। যে ব্যক্তি প্রথম করোনা ভ্যাকসিন নেন তাকে বিধায়ক নবীনচন্দ্র বাগ এর পক্ষ থেকে সম্বর্ধনা দেয়া হয়। এর পাশাপাশি বিধায়ক এর পক্ষ থেকে খণ্ডঘোষ বিধানসভার জনসাধারণের কাছে এই বার্তা পৌঁছে দেওয়া হয়,” যে সকলে ভয়-ভীতি দূরে সরিয়ে করোনার ভ্যাকসিন নিয়ে করোনা মুক্ত সমাজ গড়ে তোলার বার্তা “।