নিজস্ব প্রতিনিধি: গতকাল তৃণমূল কংগ্রেসের বঙ্গ ধনী মিছিল সেরে বাড়ি ফেরার পর হালিশহর 7 নম্বর ওয়ার্ড সংলগ্ন নতুন বারুইপাড়ার বাসিন্দা তার বাড়ি ভাঙচুর করল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের এমনি অভিযোগ করলেন তৃণমূল কর্মী সত্য রঞ্জন দাস ওরফে পটলা। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা যেভাবে বাড়ি ভাঙচুর করছে শাসক দল এর জবাব সাধারণ মানুষ 2021 এর ভোটবাক্সে দেবে এমনই বললেন তৃণমূল কংগ্রেসের ব্যারাকপুর লোকসভা পার্লামেন্টারি সম্পাদক দিব্যেন্দু সরকার। পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে পুলিশ প্রশাসন তার সঠিক তদন্ত করছে আসল দোষী অবশ্যই ধরা পড়বে। পাশাপাশি ঘটনার অস্বীকার হালিশহর বিজেপি নেতৃত্ব নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটেছে।