নিজস্ব প্রতিনিধি : টিটাগর এ মনিশ শুক্লা খুনের ঘটনায় সাক্ষী দীপু সিং এর বাড়িতে গিয়ে মারধর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। দীপু সিং বিজেপির বুথ কর্মী। বিজেপি কর্মীদের অভিযোগ তাকে বেধড়ক মারধর করা হয় তাকে খুনের চেষ্টা চলছে কারণ মনিশ শুক্লা মার্ডার কেসে সে মূল সাক্ষী। দীপু সিং কে বারাকপুর বিএন বোস হসপিটালে ভর্তি করা হয়েছে। এছাড়াও মনোজ মিশ্রা, রিত্তিক গান নামে দুজনকে বেধড়ক মারধর করা হয়েছে। টিটাগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এ ঘটনার কথা অস্বীকার করে তৃণমূল বারাকপুর পৌরসভার বিদায়ী পৌর প্রধান উত্তম দাস বলেন এটা পারিবারিক গন্ডগোল এখানে তৃণমূলের কেউ জড়িত নয়। টিটাগর থানা য় তৃণমূলের পক্ষ থেকেও অভিযোগ জানানো হয়েছে।