।। নামী কোম্পানীর নকল নারকেল তেল বানানোর কারখানায় হানা বারাকপুর কমিশনারেটের ।।

নিজস্ব প্রতিনিধি : নামী কোম্পানীর নকল নারকেল তেল বানানোর কারখানায় হানা বারাকপুর কমিশনারেটের জগদ্দল থানার পুলিশ ও ই বি বিভাগ। গ্রেপ্তার ১। ধৃতের নাম উমেশ কুমার সাউ। আজ বারাকপুর আদালতে তোলা হয়। বাজেয়াপ্ত নকল তেল। দীর্ঘদিন ধরে এই এলাকায় নকল তেলের রমরমার খবর আসছিল। গোপন সুত্রে খবর পেয়ে দক্ষিন হাঁসিয়ায় নকল তেলের কারখানায় হানা দেয়। এই ঘটনায় আরও কয়েকজনের নাম পাওয়া গিয়েছে। ধৃত উমেশ কুমার সাউকে পুলিশ হেফাজতে নিয়ে এসে বাকীদের খোঁজে তল্লাশি চালাবে।