বিজেপি যুব মোর্চার কর্মীদের মুক্তির দাবিতে শিলিগুড়িতে প্রতিবাদ মিছিল করল বিজেপি

বিজেপি যুব মোর্চার কর্মীদের মুক্তির দাবিতে শিলিগুড়িতে প্রতিবাদ মিছিল করল বিজেপি শনিবার শিলিগুড়িতে বিজেপির যুব মোর্চার কর্মীদের অবিলম্বে মুক্তির দাবিতে প্রতিবাদ মিছিল করল বিজেপি। এদিন মিছিলটি শুরু হয় বিজেপির দলীয় কার্যালয় জয়মনি ভবন থেকে। এরপর মিছিলটি শহর শিলিগুড়ির বিভিন্ন এলাকা পরিক্রমা করে শেষ হয় দলীয় কার্যালয়ের সামনে। এদিন উপস্থিত ছিলেন বিজেপির যুব মোর্চার সহ সভাপতি অভিষেক সিংহানিয়া সহ বিজেপির নেতা কর্মীরা। এরপর সব শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক সিংহানিয়া বলেন যে অগণতান্ত্রিক ভাবে ১৩জন কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তাই তাদের অবিলম্বে নিশর্ত মুক্তি দিতে হবে। এরই দাবিতে এদিনের এই প্রতিবাদ মিছিল।

SHOW LESS