নিজস্ব প্রতিনিধি : রাজ্যে নিজের দলকে শক্তিশালী করতে আন্দোলনে নেমেছে কংগ্রেসের কর্মীরা। প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে উত্তর ২৪ পরগনার বিরাটি থেকে নাগের বাজার পর্যন্ত মহা মিছিল করল কংগ্রেস কর্মী-সমর্থকরা। আজ দুপুরে বিরাটি মোড় থেকে মহামিছিলের আয়োজন করা হয় উত্তর ২৪ পরগনা জেলা কংগ্রেসের পক্ষ থেকে। মিছিলে শুরু থেকে হাঁটেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। প্রায় হাজার পাঁচেক কংগ্রেস কর্মী সমর্থক মিছিলে অংশ নেয়। প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী ছাড়াও মিছিলে দেখা যায় প্রদেশ কংগ্রেস এবং জেলা কংগ্রেসের নেতৃত্বকে। নাগের বাজার পর্যন্ত মিছিল যায়। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেন….. কংগ্রেস দল পশ্চিমবঙ্গের প্রতিটা জেলাতে নিজের দলকে শক্তিশালী করার জন্য আন্দোলনে নেমেছে। সারা পশ্চিমবঙ্গ জুড়ে হাজার হাজার কংগ্রেস কর্মী সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে পথে নেমেছে। আমরা কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ করছি। রাজ্য জুড়ে জিনিসপত্রের দাম লাগামছাড়া তার প্রতিবাদ করছি। শিল্প খোলার দাবি করছি। বেকার যুবকদের চাকরির দাবি করছি। আমাদের অনেক দাবি। আজকে পশ্চিমবঙ্গের প্রতিটা জেলাতে কংগ্রেস কর্মীরা আন্দোলনে নেমেছে। তারই একটা অংশ হিসাবে এই জেলায় আন্দোলন করছি।