।। রেললাইনের পাশে থাকা ঝিল থেকে এক যুবককের মৃতদেহ উদ্ধারক।।

নিজস্ব প্রতিনিধি : বারাসাত 1 নম্বর ব্লকের বামুনগাছি এবং দত্তপুকুর এড়িয়ার মাঝখানে কাশিমপুর নতুন পাড়া সংলগ্ন রেললাইনের পাশে থাকা ঝিল থেকে এক যুবককের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকায়। 2014 সালে সৌরভ কান্ড তারপর এই ঝিল থেকে পচাগলা দেহ উদ্ধার হয় বছর দুয়েক আগে।তারপর আজ সকালে এই অজ্ঞাত পরিচয়ের মৃতদেহ উদ্ধার ,এই ঘটনায় আবার চাঞ্চল্য ছড়ায় রেল লাইনে পাশে থাকা বসবাসকারীদের মনে।রেললাইনের পাশে বসবাসকারী লোকজনেরা সকালবেলায় দেখতে পেয়ে তাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় এবং লোক জানাজানি হতে সকাল থেকেই ভিড় করে মৃত দেহ দেখার জন্য। খবর জানাজানি হতেই বনগাঁ শাখার জিআরপি কে খবর দেওয়া হলে ঘটনাস্থলে তারা আসেন এবং দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো ব্যবস্থা করা হয়। প্রত্যক্ষদর্শী রতন রায় দাবি যদি ট্রেন থেকে পড়তো তাহলে মাথা ফেটে যেত অথবা রেললাইনের পাশে থাকা পাথরে আটকে যেত কিন্তু সেটা হয়নি সরাসরি পাসে থাকা ঝিলের মধ্যে গিয়ে দেহটি পড়ে আছে এবং তার দাবী হয়তো কেউ তাকে মেরে ফেলে রেখে গেছে তা না হলে এরকম ঘটনা ঘটতে পারে না।