মুকুল গড় হালিশহর খুন করা হলো বিজেপি কর্মীকে

 মুকুল গড় হালিশহর খুন করা হলো বিজেপি কর্মীকে                                                         নিজস্ব প্রতিনিধি: আজ হালিশহর 6 নম্বর ওয়ার্ড বারেন্দ্র গলি সংলগ্ন এলাকায় বিজেপির গৃহ সংকল্প অভিযান চলার সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে খুন হল বিজেপি কর্মী সৈকত ভাওয়াল35। ঘটনাস্থলে খবর পেয়ে ছুটে বীজপুর থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। মৃত বিজেপি কর্মীকে দেখতে কল্যাণী যে এন এম হসপিটাল পৌঁছালেন বিধায়ক শুভ্রাংশু রায়।