।।এবার দাদার অনুগামীর পোস্টার মধ্যমগ্রামে।।

নিজস্ব প্রতিনিধি :এবার দাদার অনুগামী পোস্টার মধ্যমগ্রামে।উত্তর ২৪ পরগনা জেলা তৃনমুল কংগ্রেসের পার্টি সামনে যশোর রোড জুড়ে পোস্টার দাদার অনুগামীদের।শুভেন্দু অধিকারী ছবি দিয়ে পোস্টার ঘিরে মধ্যমগ্রাম শহরের রাজনীতি তে তৈরী হয়েছে চাঞ্চল্য।সেই পোস্টারে স্লোগান জরাজীর্নের হোক অবসান নতুনকে কর আহ্বান। কোথাও আবার নতুন সূর্যোদয় ঘটবে নতুনের ভোরে।এর আগে জেলা সদর বারাসতে দাদার অনুগামীরা পোস্টার মেরেছিল। তারপর সব চুপচাপ।আবার শুভেন্দু অনুগামীরা সক্রিয় হয়েছে।এবার জেলা পার্টি অফিসের সামনে পোস্টার লাগিয়ে দিল তারাও পিছিয়ে নেই। এইদিনে তৃনমুল কংগ্রেসের জেলা কোর কমিটির সদস্য ও মধ্যমগ্রাম প্রশাসক মন্ডলীর সদস্য প্রকাশ রাহা জানান দলে বঞ্চিত দের একাংশ এই পোস্টের পিছনে আছে।তবে তিনি মমতা ব্যানার্জীর সঙ্গেই আছেন বলে জানান.. বাইট প্রকাশ রাহা… সদস্য জেলা তৃনমুল কংগ্রেসের কোর কমিটি।