মন্ত্রী আসিস বন্দোপাধ্যায় দুয়ারে সরকার প্রকল্প টি রামপুরহাটের বিভিন্ন স্কুলে ঘুরে দেখেন

নিজস্ব প্রতিনিধি : সরকারের প্রতি অনেক মানুষের ক্ষোভ-বিক্ষোভ ছিল। এতদিন মনে করা হচ্ছিল তৃণমূল সরকার জনসাধারণকে সাহায্য করছে না। অন্যদিকে ঐ সমস্ত জনসাধারণকে নিজেদের কাছে টানতে অবশেষে বেছে নিলেন দুয়ারে সরকার প্রোগ্রাম। এই প্রোগ্রামে সাধারণ মানুষ সকলেই উপকৃত হবে বলে জানা গিয়েছে। শুধু উপকৃত নয় এই প্রোগ্রাম মানুষকে সচেতনতা দিতে আরম্ভ করেছে। আজ রামপুরহাট এর বিভিন্ন স্কুল ঘুরে দেখেন তৃণমূল কংগ্রেসের মন্ত্রী আশীষ বন্দোপাধ্যায়। বর্তমানে তিনি কৃষিমন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন। আজ তিনি বিভিন্ন স্কুলে গিয়ে কিভাবে সাধারণ মানুষ আরো সুযোগ-সুবিধা পাবে এই মনোভাব নিয়েই তিনি দুয়ারে সরকার প্রোগ্রামে অংশগ্রহণ করেন। তার এক কথা মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সাধারণ মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। তারা কর্মী হিসাবে সেই সমস্ত মানুষকে সজাগ করতে শুধু স্কুলে স্কুলে নয় বাড়িতে গিয়েও সচেতনতা বার্তা দিতে চেয়েছেন আশিষ বাবু।