নিজস্ব প্রতিনিধি: আজ বীরভূম সিউড়ী এসপি অফিসে বিজেপির যুব মোর্চার ডেপুটেশন কর্মসূচি তে বীরভূম জেলার যুব মোর্চার সভাপতি শান্তনু মন্ডল বলেন, তৃণমূল নেতাদের উদ্দেশ্যে বলতে চাই স্যার হুমকি দেবেন না প্লিজ। হুমকি আমরা শুনব না, আমরা অনেক মার খেয়েছি, গুলি খেয়েছি, অনেক লড়াই লড়েছি। ভারতকে রক্ষা করার জন্য, সমাজকে রক্ষা করার জন্য, ধর্মকে রক্ষা করার জন্য আমরা লরবো। যদি কেউ বিজেপি কর্মীদের ওপর গুলি মারে তাহলে আমরাও গুলি মারব, যদি কেউ লাঠি মারে তাহলে আমরাও লাঠি মারবো। যদি কেউ বোম মারে তাহলে আমরাও বোম মারবো। অর্থাৎ অনেক হয়েছে আর নয়।