
নিজস্ব প্রতিনিধি : আমার পদ নিতে, আমার মৃত্যু কামনা করা হচ্ছে । কিন্তু আমার মৃত্যুতো ভগবানের হাতে। আমার হাতে নেই। আবেগ তাড়িত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় নেতৃত্তের সামনে এই কথাগুলো বলে ফেলেন। মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এর কথা শুনে, সেখানে উপস্থিত সুব্রত বক্সিও আবেগ তাড়িত হয়ে বলেন, “না দিদি আপনি বাচুন, আপনি বাঁচলে বাংলা বাঁচবে ।
সূত্র মারফত জানা গেছে যে, মমতা বন্দ্যোপাধ্যায় চান , যত তাড়াতাড়ি সম্ভব পূর্ব মেদিনীপুরের সংগঠনকে সাজিয়ে ফেলতে। আজকে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মেদিনীপুর জেলা তৃণমূল সভাপতি শিশির অধিকারী কে নির্দেশ দেন শুভেন্দু অধিকারীর নাম না করে তার অনুগামীদের সরিয়ে দেওয়ার জন্য। তিনি আরো বলেন, দলে যারা বিরোধিতা করছে তাদের দল থেকে সরিয়ে দিন। নন্দীগ্রাম, নন্দকুমারের ব্লক প্রেসিডেন্ট কে সরিয়ে দেওয়ার নির্দেশও দেন। এর মাধ্যমে দলকে বার্তা দেন, যারা এজেন্সির ভয় এ আছেন তারা দল থেকে বেরিয়ে যেতে পারেন । যাদের সাহস আছে তারাই কেবল আমার সঙ্গে দলে থাকুন ।