রাজ্য বন্ধ হয়ে গেল শ্যামনগরের ওয়েভারলি জুট মিল November 28, 2020 FacebookTwitterPinterestWhatsApp নিজস্ব প্রতিনিধি : বন্ধ হয়ে গেল শ্যামনগর ওয়েভারলি জুটমিল। কাঁচামালের অভাব থাকার কারণ দেখিয়ে টেম্পোরারি সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝুলিয়ে দেয় মিল কর্তৃপক্ষ।ফলে বেকার হয়ে পড়লো এই মিলের সাড়ে তিন হাজার শ্রমিক।